বুধবার, ২ আগস্ট, ২০১৭

বিষাদী


আমি বিষাদী মানুষ নই,
তবু মানুষ নিয়ে ভাবতে গেলে,
কিভাবে যেন অন্তরালে,
মিথ্যে মায়ার ধুম্রজালে,
হঠাৎ ই
যেন বিষাদী হই।

যেখানে থাকে নীল আকাশ,
সেখানে শুধু সুখের বাস,
শুনেই লাগে স্বপ্নময়,
মরণ যেন সেখানে হয়,
শেষ বেলাতে পৌছে সেথায়,
দৃষ্টি যখন দূরপানে যায়,
দেখি ঝড়ের বাতাস।
মিথ্যে কথার ফুলঝুরি,
নিজের সাথেই লুকোচুরি,
আমিতো এমন নই,
ভাবতে গেলে বিষাদী হই,
নিজের দুখি ছবিতে,
নিজেই বসে রং করি।
রাস্তার পাশে ক্লান্ত কুকুর,
তার পাশে শোয়া বিষাদী মানুষ,
এ চোখে যখন দেখি বারবার,
প্রেম-রসায়ন আসে না মনে,
বিষাদ এসে দুয়ারে দাড়ায়।
কবিতার বুনো ছন্দ গুলো,
দুঃখ মেশানো বিষাদ ছড়ায়।

-০৪-২০১৭
১৯:০২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...