শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

গল্প শেষে

গল্প তো শেষ হয়নি এখনো,
আঁধার নেমে এল,
দিনের আলো মিশে গিয়ে রাত্রি ঘনালো,
যে পাখিটা সাঝের বেলায় রোজই ফেরে নীড়ে,
গল্প শেষ হয়নি তবুও হারালো বহুদূরে।

গল্প শেষ হয়ে যাবে, অল্পই আছে বাকি,
গল্প শেষ হলে পাখি কেমনে দেবে ফাঁকি?

আঁধার কালো রাতের আকাশে ঝিকিমিকি তারা,
রৌদ্র দগ্ধ দূপুরে বয় শান্ত সমীর ধারা।
পিচ ঢালা তপ্ত পথে পথিক চলেছে একা,
হয়তো সে খুঁজছে তাকে,
চাইছে পেতে দেখা.....

গল্প শেষ হয়নি তবুও সবাই ছন্নছাড়া,
গল্প শেষ হলেই কি তুমি হবে দিশেহারা?
গল্পটা হল শেষ
শুরু হওয়ার আগেই,
সবাই তাই ফিরছে ঘরে, হতাশা লুকিয়ে..

১০-০৫-২০১৬
4.35am - 4.42 am

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...