জীবন যন্ত্রণা, আর লাগছেনা ভালো,
দমকা হাওয়ার সুখের ঘর, হল এলেমেলো,
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো,
সবাই মিলে আজকে আমায় পুড়িয়ে ফেলো,
অন্যরকম সব কিছু আজ, বড্ড কালো,
রাতের মাঝে জ্বলছে শুধু চাঁদের আলো,
জীবন থেকে সব কিছু কে ছিনিয়ে নিলো?
চাঁদের আলো থামিয়ে দিয়ে সুয্যি এলো,
জাগতে হবে, এখন তবে, ভোর যে হল।
মরণ ভালো, মরণ ভালো, মরণ ভালো।
আঁধার কালো সব কিছু আজ,
ঈশান কোণে ঝড়ের ই সাজ,
কাঁপিয়ে জগৎ পরছে যে বাজ,
কি ভাবি কি হয়?
মনের মাঝেই মনটা আমার, মরণ করে জয়,
বেঁচেই শুধু রয়, স্বপ্নে মিথ্যা ভয়,
মনের বিপর্যয়।
নীলের নীচে ঢেউয়ের দোলা,
তার উপরে মেঘের চলা,
সে যেনো আজ পেঁজো তূলা,
মনটা শুধু আত্মভোলা,
কষ্টগুলি দিচ্ছে জ্বালা,
বন্ধ হবে সকল খেলা,
মৃত্যু আশায় গাঁথছি মালা।
আসবে কখন আমার পালা?
মনটা শান্ত হয়।
19-08-2017
16:09 , বি.এস.এম.এম.ইউ
দমকা হাওয়ার সুখের ঘর, হল এলেমেলো,
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো,
সবাই মিলে আজকে আমায় পুড়িয়ে ফেলো,
অন্যরকম সব কিছু আজ, বড্ড কালো,
রাতের মাঝে জ্বলছে শুধু চাঁদের আলো,
জীবন থেকে সব কিছু কে ছিনিয়ে নিলো?
চাঁদের আলো থামিয়ে দিয়ে সুয্যি এলো,
জাগতে হবে, এখন তবে, ভোর যে হল।
মরণ ভালো, মরণ ভালো, মরণ ভালো।
আঁধার কালো সব কিছু আজ,
ঈশান কোণে ঝড়ের ই সাজ,
কাঁপিয়ে জগৎ পরছে যে বাজ,
কি ভাবি কি হয়?
মনের মাঝেই মনটা আমার, মরণ করে জয়,
বেঁচেই শুধু রয়, স্বপ্নে মিথ্যা ভয়,
মনের বিপর্যয়।
নীলের নীচে ঢেউয়ের দোলা,
তার উপরে মেঘের চলা,
সে যেনো আজ পেঁজো তূলা,
মনটা শুধু আত্মভোলা,
কষ্টগুলি দিচ্ছে জ্বালা,
বন্ধ হবে সকল খেলা,
মৃত্যু আশায় গাঁথছি মালা।
আসবে কখন আমার পালা?
মনটা শান্ত হয়।
19-08-2017
16:09 , বি.এস.এম.এম.ইউ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন