রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

খোলা চিঠি (বঙ্গবন্ধুর প্রতি)

ভীরু-কাপুরুষ মন, সুখের মূর্ছনায়,
দুঃখ এনেছে ডেকে,
ঘুমের মাঝে দুঃস্বপ্ন, এখনো বেড়ায় অবাধে।

বঙ্গবন্ধু, তোমাকে ভুলিনি,
বাংলাদেশ তোমাকে ভোলেনি,
শত কোটি প্রাণে তোমার চেতনা,
গর্ব করা হয় তোমায় ভেবে,
প্রবাদপুরুষ, প্রজ্জ্বল্যমান রক্তিম সূর্য।

সেদিনের সেই রাতের আঁধার,
জলপাই রঙের ট্যাঙ্ক, বিপথগামীদের মিলন মেলা,
ঘুমন্ত সূর্যের শহর, দেখেছিল নরকলীলা,
সূচনা কলঙ্কিত যুগের।

তোমার প্রিয় বাঙালিরা আবার পশু হতে চাচ্ছে,
খুন, ধর্ষণ আর আত্মকোন্দল সাধারণ ঘটনা,
তারা তোমার সাথে নিজেদের ছবি দিয়ে শহর ছেঁয়ে ফেলে,
তোমার নাম ভাঙিয়ে চাটুকারে মাতে,
বাঙালিরা ভালো নেই।

ডুবন্ত সূর্যের শেষ ছটা থাকা পর্যন্ত তোমায় ভুলবো না,
মুক্তির সংগ্রাম চলবেই,
তোমার দীপ্ত কন্ঠের গর্জন, আমাদের প্রেরনা।
সহস্র সালাম নিও,
প্রিয় বঙ্গবন্ধু।

১২-০৮-২০১৭
১৬:১৫-১৬:২৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...