বসন্ত
এসেছে তাই,
১২-০১-২০১৬
০০:২৫
মনে
জেগেছে আশা
জোয়ার
এসেছে প্রানে,
মনেতে
ভালোবাসা।
বসন্ত
এসেছে তাই,
মনে
জেগেছে আশা
জীর্ণ
মন আজ জেগেছে,
প্রানের
জোয়ারে মন ভেসেছে,
যা
দেখি আজ তাই,
ছবি হয়ে
যায়,
মনের
আবেগ নিয়ে কবিতা লুকায়।
বাতাস
যেনো আজ, বলছে
কথা,
পাখির
গানে জাঁগে ভালোবাসা,
বসন্ত
এসেছে তাই,
মনে
জেগেছে আশা
জোয়ার
এসেছে প্রানে,
মনেতে
ভালোবাসা।
ভ্রমরের
গুঞ্জণে ,
মনেরই
প্রান্তরে,
মন
হারায় যেন দূর বহুদূরে….
১২-০১-২০১৬
০০:২৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন