মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জীবন সংসার (চতুর্দশপদী সনেট)


প্রতিটা মুহূর্ত বৈচিত্র্যময় নতুন,
অতল গভীরতম অসীম লাবণ্য,
রূপ-রস-ভরপুর অনন্ত যৌবন,
ক্ষুধার্ত সত্তা হাতরায় দিব্য আগুন।

পুড়ে যায় কাতরায়, আহা কী জীবন,
ভীতু আলোর প্রভাবে চমকায় মন,
ভাজে ভাজে সুখ, তীব্র বুনো মৌ মৌ ঘ্রাণ,
তুচ্ছ সব চাচ্ছে যেন আত্ম বলিদান।

দিয়ে যায় যেমন, নিয়ে নেয় তেমন,
খুব দয়ালু, আবার ভীষণ কৃপণ,
অনন্তকাল ধরে চলছে এই খেলা,
বুঝল না কেউ, শুধু কেটে গেল বেলা।

অদ্ভুত মায়াবী এ জীবন সংসার,
কখনো স্পষ্ট, কখনো ঝাপসা আঁধার।





28 April 2025
22:51
Kamarthi, Kalihahi, Tangail

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...