শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

নস্টালজিক বৃষ্টি

বৃষ্টি এলো পড়ছে মনে কত কথা
ঝাঁপসা স্মৃতি বৃষ্টি ছুঁয়ে স্পষ্ট হলো
হারিয়ে যাওয়া সেই সেদিনের রঙিন সময়
স্কুল পালানো ছোট্ট ছেলে একলা পথে
যাচ্ছে হেঁটে ভেজা শার্টে বৃষ্টি মেখে

মন আমার সেথায় যেতে চায় আবার
জানিনা কোন সে উপায়

দমকা হাওয়া ডায়েরি পাতা উল্টে গেলো
স্মৃতির ধূলো পড়ল ঝরে আলতো সুরে
একটি মেয়ে আজকে ক্লাসে হাত ছুঁয়েছে
সবটা সময় থাকলে পাশে ভালোই হতো
তার হাসিটা অনেক ভালো মনের মতো

মন আমার সেথায় যেতে চায় আবার
জানিনা কোন সে উপায়

বজ্রধ্বনি ঝিলিক দিলো দৃশ্য পটে
সেই আলোতে স্মৃতির আঁধার গেলো কেটে
মাগো তুমি আজকে কোথায় এমন দিনে
কোথায় আছো কেমন আছো  কোন ভূবনে
বাবা তোমায় পাই যে খুঁজে মনের মাঝে
তবুও কেনো মন মানেনা বুঝি না যে

মন আমার সেথায় যেতে চায় আবার
জানিনা কোন সে উপায়



০৮ সেপ্টেম্বর ২০২২
১৫:০৩
কালিহাতী, টাঙ্গাইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...