আমরা সবাই সভ্য সুধী সমাজ গুলে খাই
যে মেয়েটা বেঁচছে দেহ দেখার কেউ তো নাই
মুখে সবাই বুলি ফাটাই নষ্টা পতিতা
কেন তারা করছে এ কাজ কেউ দেখেনা তা
এ সমাজের মুখে লাথি, চাই না এ সমাজ
আমার বোনদের বাধ্য করে করতে নষ্ট কাজ।
সভ্যতার এই বর্বরতা সমাজ আগলে রাখে
প্রশাসন যেন একচোখা দানো দেখেও না দেখে
লক্ষ-কোটির বাজেট দেখি ধনীরা লালে লাল
মায়ের জাতির এমন লজ্জা দেখবো আর কতকাল?
এতো কিছু হচ্ছে শুনি তবু পুনর্বাসন হয় না
মানুষ মরলে মানুষ কাঁদে এরা যেন মানুষ না।
তোর মেয়েরা নেই মা ভালো বড্ড অসহায়
একটু সম্মান ভালোবাসা ওদের মনও চায়
হে তারুণ্য এসো নিয়ে প্রবল প্রাণের জোয়ার
তোমরাই পারো মুছে দিতে সমাজের অবিচার
জীর্ণ সমাজ ঘুণে ধরা, দেখো পড়েছে নুয়ে
ভেঙে ফেলো, পতিতা নয়, বাঁচুক ওরা মানুষ পরিচয়ে।
১৩ জুন ২০২১
০০:৩৫
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন