মুক্ত বাতাস আর পাখির কলতানে
থৈ থৈ আলোর ছটা, দীপ্ত কিরণে
বসন্ত মৌ মৌ ঝিঁঝিঁদের গানে
জেগেছে উচ্ছ্বাস কোকিলের প্রানে
অসহায় আমি শুধু হারিয়ে আলো
দ্বিধা নিয়ে হেঁটে চলি পথ এলোমেলো
যেখানেই ছুটে যাই নীরব আঁধার
চোখ দুটো জ্বলজ্বলে শূন্য পাথার
ফুটেছে মুকুলরাজি মৌদের গানে
সুবাসিত চারপাশ, বিষাদ নয়নে।
২৭ মার্চ ২০২১
১৭:০৬
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
লেখাগুলো মনের খোরাক, আর কিছু না। এই অতিশয় ক্ষুদ্র কল্পনা যদি কাউকে সামান্যতম মুগ্ধ করতে পারে সেটিই আমার পরম পাওয়া, সুখের কারণ।
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
অসহায়
সোমবার, ২৬ জুলাই, ২০২১
আষাঢ়ি পূর্ণিমা (চতুর্দশপদী)
থোকা থোকা মেঘ ভাসে আকাশের গায়,
নিশুতি আবেশী বায়ু ধীরে বয়ে যায়।
তারারা মাতাল চোখে, অপলক চাঁদ,
আকাশটা গ্রাস করে জ্যোৎস্না প্রপাত।
ভেসে যায় আঁধারের কলুষিত কালো,
এই রাতে সবকিছু সব লাগে ভালো।
কারো মনে সুখ ঝরে কারো মনে মেঘ,
পূর্ণিমা এ আবেশে সবই যেনো এক!
নিশীথে নিশির মায়া শেয়ালের গান,
চাঁদ ছোঁয় রংধনু আলোড়িত প্রাণ।
বরষার ভরা গাঙে ছুঁয়ে যায় মায়া,
শতদল মাঝে ভাসে জ্যোৎস্নার কায়া!
ঝাঁকে ঝাঁকে বাঁকে বাঁকে জোনাকির মেলা,
কোলাহল, থমথম, জীবনের খেলা!
২৫ জুলাই ২০২১
১৪:২৮
কালিহাতী, টাঙ্গাইল
সোমবার, ১২ জুলাই, ২০২১
যদি মরে যাই
যদি মরে যাই, একটুও কাঁদবেনা, একটুও না
মৃত্যু চিরন্তন, জীবনের আসল পরিণতি।
যদি মরে যাই, নশ্বর আমায় খুঁজো না
মরে গেলে কেউ ফেরে না, আমিও না
যদি মরে যাই, ভেবোনা হারিয়ে গেলাম
বেঁচে থাকবো সৃষ্টি মাঝে।
যদি মরে যাই, একটুও কাঁদবেনা, একটুও না
মৃত্যু চিরন্তন, জীবনের আসল পরিণতি।
যদি মরে যাই, নশ্বর আমায় খুঁজো না
মরে গেলে কেউ ফেরে না, আমিও না
যদি মরে যাই, ভেবোনা হারিয়ে গেলাম
বেঁচে থাকবো সৃষ্টি মাঝে।
মৃত্যুর মাঝে জীবনের শেষ, মনের নয়
মন বেঁচে থাকে মনের ভেতর, কবিতায়, গানে, কর্মে
যদি মরে যাই, দুঃখ যেনো গ্রাস না করে
জগৎ চলবে জগতের নিয়মে, চিরন্তন প্রথা
জীবন শুধু জীবনের প্রবাহ, এগিয়ে যাওয়া
নতুনত্বের দিকে, নতুন ছন্দে, নতুন গন্তব্যে।
সময়ের মত অসীম এ প্রবাহ, প্রাণের স্পন্দন, সুর
মৃত্যু শুধু সে সুরের বৈচিত্র্য, নতুন মাত্রা, লয়, তাল
যদি মরে যাই, নিজেকে একলা ভেবোনা
আমি তো মরি নি, মিশে গেছি অনন্তের সাথে
যেখানে একদিন তোমার আমার দেখা হবে।
মরে যাওয়া মানে তো হারানো নয়,
এই শেষ থেকে শুরু হয় নতুন সত্তার
যদি মরে যাই, ভেবে নিও অতিথী এসেছিলো
সে তো আর চিরদিন থাকবেনা, তাই ফিরে গেছে
আপন ঠিকানায়, আপন পথে, গন্তব্যে
মন খারাপ করো না, দুচোখ মেলে তাকাও
দেখো, এই যে গোলাপ গাছ, ঘরের দুয়ারে
ফুল ঝরে যায় কিন্তু তার সুবাস অক্ষয়
নতুনের মাঝে বার বার পাওয়া যায়।
যদি মরে যাই, ভালোবাসা নিও, মৃত্যুহীন ভালোবাসা
চিরন্তন, অবিনশ্বর, অনন্ত।
যদি মরে যাই, যেনো মৃত্যু অমরত্বের সূচনা।
১২ জুলাই ২০২১
০৮:০০
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
শুভ জন্মদিন
প্রজাপতি নেচে উঠে গান গেয়ে
ভ্রমরেরা গুনগুনে কয় কথা
দিন হোক আলোকিত, মুছুক ব্যথা।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
এসেছিলে তুমি তাই পৃথিবী রঙিন
শুভ জন্মদিন!
রংধনু সাত রঙে ছড়ালো আলো
আবেশী ফুলের দল মন জুড়ালো
সুখের বার্তা তুমি সুখ যাদুকর
পাখিদল গান গেয়ে নিয়ে এলো ভোর।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
সুখ ঝরে বর্ষণে রিম ঝিম ঝিম
শুভ জন্মদিন!
পৃথিবীর সব আলো তোমায় ঘিরে
তোমার আবাস সব হৃদয় জুড়ে
জগতের মত তুমি লাবণ্যময়
তোমার চলার পথে জীবনের জয়।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
তুমি আছো তাই সুখ হয়না বিলীন
শুভ জন্মদিন!
০৯ জুলাই ২০২১
০৫:৪২
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
দিন চলে যায়
দিন চলে যায়, অলস সময় ভেসে যায়
একেলা মন, উদাস জীবন, শূন্যতায় হারায়
সময়ের স্রোতধারা আনমনে যেন কিছু বলে যায়
যায় না বোঝা মনের ভাষা আবেগের বন্যায়
দিন চলে যায়, চলে যায়, জানিনা কোথায়
আকাশের কত রূপ অপরূপ সপ্নীল যায় না জানা
ষড়ঋতু আসে যায় ফুল ফোটে ঝরে যায় থেমে থাকেনা
পাখি উড়ে গান গায় সূর্যকে ছুঁতে চায় হার না মানা
মেঘ ঢাকা জীবনে ঝড়ের আবেশ, কখনো সুরের মূর্ছনা
দিন চলে যায়, চলে যায়, সময়ের রূপ রস বড় অচেনা
এত ঘাত প্রতিঘাত সুখেরই অবকাশ তবুও জীবন ক্লান্তিময়
অপেক্ষা সময়ের প্রতীক্ষা স্বপ্নের থামেনা সময়ের ক্ষয়
নেমে আসে কালরাত আসেনা নবপ্রভাত, জীবনের পরাজয়
সূর্য ক্লান্তিহীন তবুও উদাসীন নিজেকে পুড়িয় করে সব আলোময়
দিন চলে যায়, চলে যায়, তবু হয়না বোধের উদয়
১৪ জুন ২০২১
১৭:১৪
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
সোমবার, ১৪ জুন, ২০২১
পতিতা
আমরা সবাই সভ্য সুধী সমাজ গুলে খাই
যে মেয়েটা বেঁচছে দেহ দেখার কেউ তো নাই
মুখে সবাই বুলি ফাটাই নষ্টা পতিতা
কেন তারা করছে এ কাজ কেউ দেখেনা তা
এ সমাজের মুখে লাথি, চাই না এ সমাজ
আমার বোনদের বাধ্য করে করতে নষ্ট কাজ।
সভ্যতার এই বর্বরতা সমাজ আগলে রাখে
প্রশাসন যেন একচোখা দানো দেখেও না দেখে
লক্ষ-কোটির বাজেট দেখি ধনীরা লালে লাল
মায়ের জাতির এমন লজ্জা দেখবো আর কতকাল?
এতো কিছু হচ্ছে শুনি তবু পুনর্বাসন হয় না
মানুষ মরলে মানুষ কাঁদে এরা যেন মানুষ না।
তোর মেয়েরা নেই মা ভালো বড্ড অসহায়
একটু সম্মান ভালোবাসা ওদের মনও চায়
হে তারুণ্য এসো নিয়ে প্রবল প্রাণের জোয়ার
তোমরাই পারো মুছে দিতে সমাজের অবিচার
জীর্ণ সমাজ ঘুণে ধরা, দেখো পড়েছে নুয়ে
ভেঙে ফেলো, পতিতা নয়, বাঁচুক ওরা মানুষ পরিচয়ে।
১৩ জুন ২০২১
০০:৩৫
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
শুক্রবার, ১১ জুন, ২০২১
বিদায়
কখনো যদি হারিয়ে যাই খুঁজোনা আমায়
হয়তো তখন মিলিয়ে গেছি দূর সীমানায়
মনের গোপনে কিছু করিনি জমা
ছিলনা তো ক্ষোভ মনে, অথবা ঘৃণা
নীরব স্মৃতি নিয়ে হারিয়ে গেলাম
আমার এই শেষ গানে বিদায় নিলাম।
বিদায়ের ক্ষণ কভু সুখ আনে না
দেহ মন জুড়ে জাগে নীল বেদনা
ভালবাসা ছিল যত সব নিয়েছি
বিনিয়মে অকারণে দুখ দিয়েছি
হয়তো এমনি আমি, এমনি ছিলাম
তাই এই শেষ গানে ক্ষমা চাইলাম।
খোলা মনে দিগন্তে তাকিয়ে দেখি
শেষ বিকেলের আভা ঝাঁপসা ছবি
ঘৃণিত এ আমাকে আরো ঘৃণা দাও
ভালবাসা আলো দিয়ে জীবন সাজাও
খারাপের ভালটুকো ফেলোনা ছুড়ে
দাও গো বিদায় আর আসবোনা ফিরে।
০৯ জুন ২০২১
১৯:০৮
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
নিষ্প্রভতা
জীবনের এই পথ জুড়ে
ক্লান্ত চাঁদ গায় গান সুরে
তারারা জ্বলে মিটিমিটি
রাতেরই আঁধারে।
জীবনে ছিল যত কোলাহল
হয়ে গেছে আজ সব নিশ্চল
এখন তো আর কেউ ডাকেনা পাশে
প্রয়োজন শেষ তাই হয়েছি অচল।
স্মৃতির পাতায় শুধু স্মৃতিরা ঘুরে
অচেতন নিষ্প্রভ মনটা জুড়ে
আনমনে যখন জীবনে তাকাই
সব দেখি একাকার ঘন আঁধারে।
মনের আকাশ জুড়ে ঘোরকালো মেঘ
ধীরে ধীরে বাড়ছে বাতাসের বেগ
আহত মন হয় সাহসী ভীষণ
ঝড় হোক, মুছে যাই, নেই উদ্বেগ।
০৬ জুন ২০২১
০০:৫৩
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
রবিবার, ৩০ মে, ২০২১
বার্তা
আমার এ গান পারবেনা বদলাতে সমাজের অবক্ষয়
তবু গভীর বিশ্বাস মনের ভেতর একদিন হবেই জয়
হৃদয় নিংড়ে গাইছি এ গান তোমাদের কথা ভেবে
সত্য পথে যাও এগিয়ে বিজয় হবেই হবে
শিক্ষার মাঝে বৈষম্য ভীষণ, অশিক্ষার আস্ফালন
গরীব মানুষ হচ্ছে গরীব, দুস্থ মৃত জীবন
বেকারত্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাহাকার
নিভছে সব আশার আলো নামছে অন্ধকার
শ্রমিকের পেটে ভাত নেই তবু মাদকের উপহাস
বিধাতার দল থাকেনা এখানে, উচ্চে তাদের বাস
ভণ্ডের দল দখলে রেখেছে মিডিয়া-পত্রিকা
মিথ্যে আলোয় জ্বলজ্বল করে নগ্ন ঝলমলিকা
৭১ এর বীর বাঙালীর নেই আজ কোন দাম
গড়তে চেয়ে সোনার বাংলা, পেলো কাগজের সম্মান
মনগুলো তাই গুমড়ে কাঁদে, ছিল কী এই কথা?
বৈষম্যের মেঘে বিবর্ণ আকাশ, হায় এই কি স্বাধীনতা?
সূর্য লুকিয়ে মেঘের আড়ালে তাই জেগেছে অন্ধ কীট
মনের আলো জ্বলবে যখন ছুটবে দিক বিদিক
চোর বাটপার দুর্নীতিবাজ পাবিনা তোরা ছাড়
নিকেশ করবো আমরা তোদের, যেমন মুছেছি হানাদার
সাহস রাখো বন্ধু তুমি, এখানেই শেষ নয়
গভীর বিশ্বাস মনের ভেতর একদিন হবেই জয়
৩০ মে ২০২১
০১:১০
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
নিঃসঙ্গতায়
যায় বয়ে যায় যায় যে বাতাস রদ্দুরে
মন যে হারায় মনের টানে দূর পাহাড়ে
মনহীন এই হৃদয় আজ একাকী
আর কি কখনও পাব তোমার দেখা কি?
দমকা হাওয়ার মত এসেছিলে
ঝড়ো হাওয়া হয়ে চলে গেলে
তোমার স্মৃতিগুলো আমায় পোড়ায়
বিষাক্ত নীলচে যন্ত্রণায়
নিঃসঙ্গতায়
বসন্ত স্নিগ্ধ কোকিল গান থামাল
রূদ্র কাল-বোশেখে সব ভেঙে গেল
ডানা ভাঙা পাখি কি উড়তে পারে
সব হারানোর ব্যাথা বুঝবে কী করে
জীবন নদীর স্রোতে ভেসে এসেছিলে
আমায় অতল পাঁকে ফেলে হারালে
তোমার দেয়া উপহার আমায় কাঁদায়
হিম হিম শীতল ভাবনায়
নিঃসঙ্গতায়
পুঞ্জমেঘের ভেলা ভাসে ঝড়ের শেষে
মন মেঘ কেটে আবার সূর্য হাসে
এই মন চায় শুধু তোমাকেই
কীভাবে পাবো তা জানা নেই
মায়াবী স্মৃতি নিয়ে এসেছিলে
স্মৃতিটুকু রেখে যেনো পালালে
তোমার শূন্যতা আমায় ডোবায়
নীল নীল ছোপ ধরা হতাশায়
নিঃসঙ্গতায়
২৬ এপ্রিল ২০২১
১২ মে ২০২১
২৩:৫৫
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
অপেক্ষা - ৩
রাতটা হারিয়ে যায় তোমার স্মৃতির পাতায়
দিনটা শুরু হয় তোমায় দেখার আশায়
ঝলসে গেছে মন
ভাঙা এ জীবন
শুধু তোমার অপেক্ষায়
কবে আসবে তুমি ফিরে
আবার হাঁটবো হাতটা ধরে
হারিয়ে যাবো আমরা দুজন
দূর (দূর) বহুদূরে
স্বপ্ন সীমানায় মনের মোহনায়
রয়েছি বসে তোমারই আশায়
বৃষ্টি গেছে ঝরে
মন ছটফট করে
শুধু তোমার অপেক্ষায়
কবে আসবে আমার ঘরে
সকল বাঁধন ছিড়ে
গড়বো দুজন নতুন ভূবন
মনের গভীরে
সময় থমকে যায় যখন না দেখি তোমায়
কেমন আছো তুমি মনটা জানতে চায়
অসহায় নির্বাসন
দুঃসহ এ জীবন
শুধু তোমার অপেক্ষায়
কবে ফিরবে বাহুডোরে
আর থাকবে না দূরে
দেখবো তোমায় আমার দেবী
দিন-রাত দুচোখ ভরে
২২ এপ্রিল ২০২১
০২:৩৭
কামার্থী, কালিহাতি, টাঙ্গাইল
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
ভালো দিন
১৮ এপ্রিল ২০২১
০১:১৭
কামার্থী, কালিহাতি, টাঙ্গাইল
তবু মন কেন বোঝেনা
জানি তুমি আমাকেই বাসো ভালো
জানি তুমি শুধু আমার ই
তবু মন কেন বোঝেনা
মানেনা কোন সীমানা
চারদিকে যখন আঁধার নেমে এলো
দূর আকাশে চাঁদটা দেখা গেলো
উঠল জ্বলে জোনাই শত শত
ঝিরিঝিরি বয় বাতাস অবিরত
তবু মন কেন বোঝেনা
ভেঙে যায় মনের সীমানা
মন ভেসে যায় শুধু হতাশায়
ঘন কালো বিষাক্ত কুয়াশায়
অরিরত ঝরে রক্ত এ হৃদয়ে
মেঘলা মনে দুঃখ যায় যে ছেয়ে
জানি চিরকাল রবে আমারই
তবু মন কেন বোঝে না
চোখে ভাসে ভুল ঠিকানা
মেঘের ‘পরে সূর্য হাসে জানি
হতাশা সব যাবে জ্বলে পুড়ে
নীলের দেশে ভাসবে সাদা ভেলা
নিকষ কালো বৃষ্টি হয়ে ঝরে
জীবনটা যে আলো ছায়ার খেলা
তবুও মন কেন বোঝেনা
১৪ এপ্রিল ২০২১
২১:৫১
কামার্থী, কালিহাতি, টাঙ্গাইল
সোমবার, ১২ এপ্রিল, ২০২১
সুখের পাখি
সুখের পাখি সুখের খোঁজে মনের আঙিনায়,
দুখের বাতাস সইতে না'রে দূরে উড়ে যায়।
মনের কোণের ব্যথাগুলো কেউ তো দেখেনা,
সুখের পাখি খুঁজেই ফেরে সুখের ঠিকানা।
জীবন যখন সুখের ঘোরে সব দিয়ে যায় ধরা,
বিষাদ যখন স্পর্শ করে দেয় না তো কেউ সারা।
ভালবাসা মিথ্যা আশা ভ্রান্ত কলরব,
এ জগতে আপন বলতে নিজেই নিজের সব।
আপন ভেবে চাইবি যারে মনের ঘরে রাখি,
দুঃখ দেখে পালাবে সে, সবাই সুখের পাখি।
১০ এপ্রিল ২০২১
কামার্থী, কালিহাতি, টাঙ্গাইল
শনিবার, ২৭ মার্চ, ২০২১
যাচ্ছি চলে...
কেন আর রাখি তোমায় ধরে?
আকাঙ্খা সব গেছে ফুরিয়ে,
জানি তুমি পারছোনা বলতে এ কথা
ভালো আর লাগছেনা আমাকে,
থাকতে পারো আমায় ছেড়ে দূরে,
বলনি কিছু মুখে, বুঝিয়েছো শীতল চোখের ভাষায়।
তোমায় তো আর ডাকবোনা কখনো
দুখী এ মন তবু তোমায় খুঁজে ফেরে।
আটকাবোনা তোমার চলে যাওয়া
সুখগুলো সব তোমায় দিলাম দিয়ে
পড়লে মনে দেখো সন্ধ্যা তারা।
আপন বেগে চলবে জানি সবই,
ভোরের বাতাস, নদীর শীতল ধারা।
আমার আর কীই বা আছে করার?
তাইতো আজ যাচ্ছি চলে দূরে-
লক্ষ্মী-সোনা বলবো না তো আর,
দূর আকাশে ভাসবো মেঘের সাথে
আমায় আর নেই কারো দরকার।
২৫ মার্চ ২০২১
১৫:৪২
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear
তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...