নীল আকাশে লালচে মেঘ যায় ভেসে,
ঝিরিঝিরি বয় উদাসী বাতাস,
আনমনাতে বসে আছি,
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরোনো সেই ভাঙা গিটার x2
পাখিরা গান গায়,
কোন সে সুরের মায়ায়?
নদী বয়ে যায় - তার আপন ধারায়,
মন মনেতে হারায়
তবু কেন? কেটে গেল তাল যেন,
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরানো সেই ভাঙা গিটার x2
আঙুলের স্পন্দনে, তারেদের কম্পনে
টুংটাং বেজে যায়
ভ্রমরের গুঞ্জনে, বাতাসের ক্রন্দনে
উদাস দুপুর ভেসে যায়
আঁধারের বুক চিরে, ডাকে যেন কে মোরে
বেদনার বালুচরে, মন হারায়
তাই বুঝি, কিছু নাই খুঁজি -
শুধু ভেবে যাই...
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরানো সেই ভাঙা গিটার x2
১৯ জুলাই ২০১৮
১৭:৫৫
শেওড়াপাড়া, ঢাকা-১২১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন