শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

জীবন খেলা

হারিয়ে গিয়েছে সময় যখন.
এই আবেশের আর কী প্রয়োজন?
যেমন রয়েছো তুমি তেমনি থাকো,
নিজের স্বপ্ন একা নিজেই দেখো।
আমার ভাবনাগুলো বড্ড একা,
আঁধার আবহে কিছু যায়না দেখা।
শূন্যতা চারদিকে মায়াময় রাত,
ভুলে গেছি দেখতে জ্যোৎস্না-প্রপাত।
জোনাকিরা আজ থাকে অনেক দূরে,
ভ্রমরেরা গায় গান নতুন সুরে।
একা একা পথ আজ চলতে পারি,
নিজের স্বপ্নগুলো নিজেই গড়ি।
পুরোনো স্মৃতিগুলো ঝাঁপসা ভীষণ,
মন্থনে ভেসে উঠে অচেনা জীবন।
চিনতে পারিনি যখন নিজেকে আমি,
বোকা মন ভেবেছিল চিনেছো তুমি,
আজগুবি অভিযান, সেই কৈশর,
নেই আজ কিছু নেই, নেই সেই ভোর।
সূর্য নেমেছে পাটে সাঁঝের বেলা,
সবকিছু মায়াময়, জীবন খেলা।

২০ ডিসেম্বর ২০১৮
০১:০০
শেওড়াপাড়া, ঢাকা

বলো ভালোবাসবে আমায়

নয় কোন গল্প নয়, নয় অলস কল্পনা
নয় কোন লুকোচুরি, নয় মিথ্যে জল্পনা
তোমার আকাশে আমার মন
জেগে থাকে একা
ছোঁয় না তো কেউ, দুঃখে ভরা
করছো কার অপেক্ষা?

এইতো আমি দাড়িয়ে আছি,
তোমার মনের দ্বারে
দ্বার খুলে দাও, বন্ধু আমার
নাও না তোমার ঘরে।

দিয়ে দিয়ে ভালোবাসা আর দেবার কিছু নাই
পারবোনা দিতে আর একটা মন,
মন তো হয় একটাই।

তবুও যদি থাকো দূরে
মনটা থাকে অনাদরে
একলা একা ভেবে ভেবে
পায়না খুঁজে উপায়।
বল কোন পথে যাই?
বলো ভালোবাসবে আমায়..

১৫-১২-২০১৮
০১:৪৫

শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

নতুন প্রজন্ম

বদলে যাচ্ছে দুনিয়া, বদলে তো যাবেই
দূর হয়ে যাবে সব জঞ্জাল
নতুন সূর্য্য উঠবেই!

চারদিকে দেখো কত উচ্ছ্বাস, জাগছে জীবন কত
মুছে যাবে ঐ কালরাত্রি
আলো জ্বলবেই শত শত!

পাল্টে গেলো জীবনধারা, যাচ্ছে নতুন পথে
পুরাতন সব হারিয়ে যাবে
চেপে হতাশার রথে!

নতুন আলোতে নতুন জীবন, আলোর মশাল হাতে
চলছে জীবন মহা-সমাগম
ভয় থাকে তফাতে!

নবীন প্রাণেতে জ্বলজ্বল করে, ভোরের সোনালী আলো
বাঁচবে তারা বাঁচার মত
বাসবে সবারে ভালো!

২৪ নভেম্বর ২০১৮
০২:৪১
শেওড়াপাড়া, ঢাকা

শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

কল্পনা

চল আমার সাথে তোকে নিয়ে যাবো অনেক দূরে
থাকবেনা কোলাহল, বিশুদ্ধ বাতাসে শুধু স্নিগ্ধতা
কালো ধোঁয়া কিংবা ধোঁয়াশা, থাকবেনা কিছু,
থাকবে শীতের পবিত্র কুয়াশা, আর রুপালী শিশির
তোর পা ছুঁয়ে যাবে তারা, আমি ঈর্ষা ভরা মন নিয়ে তাকিয়ে দেখবো
ওরা কেন তোকে ছোঁবে? নাহ, শিশির, কুয়াশা কিচ্ছু থাকবে না
বাতাসও থাকবেনা, শুধু আমি আর তুই,
কী রে? নরক কল্পনা করলাম? আচ্ছা, বাতাস থাকবে
আর তুই থাকবি সব সময় আমার পাশে।
আমি দেখবো শুধু, তোর চোখ দিয়ে, বিশাল আকাশ
নীলের মাঝে ছোপ ছোপ সাদা মেঘের ভেলা থাকবে
আমি শুধু দেখবো তোকে, পবিত্র সৌন্দর্য্য
কী রে? বিরক্ত হবি তুই?
চল না আমার সাথে, ঝর্ণা ছুঁয়ে থাকবে বিশাল পাহাড়
দুজনে সেই চূঁড়ায় বসে বসে চাঁদ দেখবো
নাহ, তুই চাঁদ দেখিস, আমি তোকে দেখবো,
তোর সামনে চাঁদ! হাহ! ওটা তো ফ্যাকাসে!

থামলি কেন? ভয় হচ্ছে?
আমারো হয় জানিস্? ভালবাসা এমন কেন রে?


১৬ নভেম্বর ২০১৮
২৩:০২
শেওড়াপাড়া, ঢাকা
(ব্যর্থ প্রেমিক বন্ধু সায়েমের জন্য)

সমাপ্তি

এই দুষ্ট, চুপচাপ বসে আছিস যে? কিছু বলবিনা?
কাল আমার বিয়ে, কাঁদছে অর্পিতা
জ্বলজ্বলে দুচোখ বেয়ে গড়াচ্ছে রূপালি অশ্রু
হিমেল চেয়ে আছে আকাশের দিকে, উদাস দৃষ্টি
মেঘেরা থমকে আছে, একটুও বাতাস নেই কোথাও
"এই দুষ্ট, তুই না আমায় কত ভালবাসতি? "
সবই মিথ্যা ছিল?
গলা ভারী হয়ে আসে অর্পিতার, হিমেল তাকায় তার দিকে
স্থির দৃষ্টি, যেনো বলতে চায় কথা, থমকে যায় অদৃশ্য বাঁধায়

অর্পিতা বলে চলে, মনে আছে তোর সেই রাতের কথা?
কত স্বপ্ন এঁকেছিলি আমার চোখে
কথা দিয়েছিলি মুছে দিবি সব ব্যথা
আমার হাতটা ধরে বলেছিলি চিরকাল আগলে রাখবি
কী হিমেল সাহেব, এখন কিছু বলবেন না?
আবার অশ্রু গড়ায় অর্পিতার গাল বেয়ে
আমাকে ছাড়া তো সুখেই থাকবি,
জন্মই আজন্ম পাপ, তোকে আর কী দোষ দিই বল,
থমকে যায় অর্পিতা,
হিমেল কখন ঘুমিয়ে পড়েছে....শান্তির ঘুম
নিঃশ্বাসের শব্দও নেই, সব শুনশান
রাত্রির অপার্থিব নিরবতায়, আকাশে জ্বলছে আধখানা উদাস চাঁদ।

সকল দুঃখ ভুলে চাঁদের দিকে তাকায় অর্পিতা, চাঁদটা হাসছে
কোথায় যেনো হাসনাহেনা ফুটেছে, বাতাসে ভেসে আসছে সুবাস
নিশ্চুপ দুটি প্রাণী, নিষ্প্রাণ আঁধারে
হিমেলের মুঠি আলগা হয়ে আসে, বেড়িয়ে আসে একটুকরো রংচটা কাগজ,
"ক্ষমা করে দিস অর্পিতা, আমি শুধু তোকেই ভালবাসতাম"।
সে আর কাঁদতে পারে না, কান্না শোনার কেউ নেই
পৃথিবীটা ক্লান্ত, একটু ঘুমুতে চায়।



১৬ নভেম্বর ২০১৮
১১:৫২
শেওড়াপাড়া, ঢাকা

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

বিষণ্ণ আবেশ

আমি কারো স্বপ্ন নই, নই কোন উদাসী হাওয়া,
চারদিকে খেলা করে ভীষণ আঁধার,
বিষণ্ণ অতৃপ্ত ছায়া।
আমি কারো ঘুম নই, নই ঘুমের ছবি
রাত জুড়ে দুঃস্বপ্নের ঢেউ,
তবু ঘুমোয় রবি।
আমি কারো আশা নই, নই কোন মায়ার বাঁধন,
দূরারোগ্য ব্যাধির সাথে
বাঁধা ছিন্ন জীবন।
তবুও সূর্য উঠে, পাখিরা ডাকে
আঁধারের বুকে আলো,
থেমে থাকে জীবন, জীবন পথের বাঁকে।
বিষণ্ণ মন জুড়ে শূন্যতা খেলে,
অতৃপ্ত মন দেখে সব,
ক্লান্ত চোখ মেলে।

আমার পৃথিবী নিস্তব্ধ, কালো
তবুও আমার,
বেসেছি তাকেই ভালো।
কেন তবে শূন্যতা ভরা রাত?
জীবনে কি আবার আসবে ফিরে,
হারানো সেই প্রভাত?

০৯ নভেম্বর ২০১৮
১৪:২৪
শেওড়াপাড়া, ঢাকা

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

প্রভু (বন্দনা)

পৃথিবী কত সুন্দর, এই ঝর্ণা, পাহাড়, হ্রদ
ছলছলিয়ে বয়ে যায় নদী উপত্যকা থেকে সাগরে
আর তুমি? কী নামে ডাকবো তোমায়?
তুমি কি আমার রব?
তোমার চোখের তারায় কতনা অজানা ছবি
তোমার আবেশে হারিয়ে মন,
হয়েছে ভাবুক কবি।

তুমি সুন্দর তাই নাকি কোন অজানা মায়ায়,
স্নিগ্ধ হিমেল বাতাসে মেঘ ভেসে বহু দূর চলে যায়।
ফুলের সুবাস বয়ে যায় এই মন আঙিনায়।
কোথায় পাবো তোমায়?
তোমার খোঁজেতে হন্য হয়ে এলাম যে মদিনায়,
কোথায় পাই তোমায়?
মক্কা না কাবায়?

মনে হয় আমি চিনেছি তোমায়,
তোমারই পরশে জগত রূপ বদলায়।
তুমি অধরা তুমি অসীম,
তুমি অনুপম রূপে হৃদয়ে আসিন।
জগতের মায়া, তোমারি যে ছায়া,
অনন্ত সত্তা, রবে চিরদিন।

০৩ নভেম্বর ২০১৮
২২:৫৫
শেওড়াপাড়া, ঢাকা
(উৎসর্গ- সায়েম কে)

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

রাতপরী

চাঁদের আলো লাগে ভালো মেঘলা আকাশে
মেঘের ভেলা চলছে ভেসে হিমেল বাতাসে!
চাঁদের আলোয় জ্বলছে হলুদ বেগুণী
একলা বসে শুধু একা  দিন গুনি।

আরে! একটু দূরে দাড়িয়ে এ যে রাতপরী
একা একা খাচ্ছে দেখি ঝালমুড়ি!
মুড়ি থেকে মরিচ গুলো ছাড়িয়ে,
আপন মনে যাচ্ছে ডানা নাড়িয়ে।

ডাকছি তোমায় একটু তাকাও  ও পরী
তোমায় নিয়ে আমরা অনেক গান করি!
নাও না আমায় তোমার সাথে উড়িয়ে,
শীতল হাওয়ায় মনটা যাবে জুড়িয়ে।
তোমরা নাকি চাঁদের আলোয় গান ধরো?
সবাই মিলে সবার সাথে ভাব করো?
সুর মাখা ঐ মিষ্টি মধুর বাতাসে
উড়বো রোজই তোমার সাথে আকাশে।


১৮ অক্টোবর ২০১৮
০১:১৪
শেওড়াপাড়া, ঢাকা

মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

ছেলেবেলা (কোথায় গেলো?)

সেই ছোট্ট বেলা, হারানো দুপুর, সোনালী সকাল
হাতরে বেড়াই স্মৃতির পাতা, কোথায় গেলো?
রোদেলা দুপুর, মায়ের শাসন, চোখের কোণে
অশ্রু জমে, ঝাঁপসা দেখা, রঙিন আলো
আনমনে মন, ভাবে সারাক্ষণ, কোথায় গেলো?
স্মৃতির পাতা মলিন ভীষণ জোনাকি জ্বলে
স্নিগ্ধ আলোর মিষ্টি স্রোতে মন হারালো
মায়ের বকুনি নেই যে হেথায়, নিঃসঙ্গ মন
বাবা এসে আর বলেনা কথা, এই কি জীবন?
কোলাহল মাঝে ডুবে থাকা ক্ষণিকের আবেশে
ফেলেছি কি হারিয়ে তবে নিজেকেই অবশেষে?
কে জানে তা? মনে নেই যে কথা, অবুঝ জীবন
ফিরে পেতে চায় সেই স্কুল মাঠ, মায়ের কড়া শাসন!
ছোট্ট আমি, খেলছি মাঠে, সবুজ ঘাসে, ফড়িং  নাচে
দিনগুলি সব হারিয়ে গেছে, স্মৃতির পটে, অচেনা দেশে।


০১ অক্টোবর ২০১৮
২০:৪৬
শেওড়াপাড়া, ঢাকা

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

সংশয়

কেটেছে ঘোর খুলেছে দোর ঐ যে রাঙা প্রভাত,
দিয়েছি বিদায় থাকিনি আশায় আর জাগবোনা রাত।
কি হয় কি হয় নেই মনে ভয় আর চিনিনা তোমায়,
নেই তো ব্যাথা মনের কথা যা বলনি আমায়।
তবুও আমি সব নিয়েছি মানি বলি এটাই ভাল,
হৃদয়ে আমার কাটিছে আঁধার আশার আলো।
হতাশ ছিলাম আজি মুক্ত হলাম পাখি ডাকছে দূরে,
সেজেছে জীবন অচেনার রং অজানা সুরে।
××× ××× ××× ××× ××× ×××
××× ××× ××× ××× ××× ×××
কত সান্তনা করি বন্দনা আঁধারে হারায় সব,
অচেনা সুরে যাই বহুদূরে নিরব নিথর কলরব।
ভাবি মুক্ত আমি ভেবে নিজেকে দামি আসলে কি তাই?
যত দূরে যাই মন ফিরে চায় তার ডাকের আশায়।
দিয়েছি বিদায় নাকি রয়েছি আশায় সংশয় ভরা মন,
যেতে যেতে পথে জীবনের রথে ভাবি জীবনের কত রং!
হতাশার ঘোর সেই চেনা সুর কাটলো কোথায়?
হৃদয়ের মাঝে সেই সুরই বাজে আঁধার সেথায়!



১৪ সেপ্টেম্বর ২০১৮
২৩:৪৫
৩০ সেপ্টেম্বর ২০১৮
০২:০১
শেওড়াপাড়া, ঢাকা

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

তোর হাসি

তোর হাসিতে ঝর্ণা ছোটে, ফোটে বনের ফুল
তোর হাসিতে গান গেয়ে যায়, সকল পক্ষিকূল!
তোর হাসিতে জ্যোৎস্না ছড়ায়, ছড়িয়ে যায় সুখ
তোর হাসিতে ছন্দে তালে, দূর হয়ে যায় দুখ!
তোর হাসিতে অপার যাদু, মায়ার ইন্দ্রজাল
তোর হাসিতে মেঘের সাথে, এলো শরৎকাল!
তোর হাসিতে নীল ছুঁয়ে যায়, আকাশেরও গায়
তোর হাসিতে সময় যেন, দ্রুতই বয়ে যায়!
তোর হাসিতে হেসে চলে, মিঠে নদীর জল
তোর হাসিতে পথ হারালো, অবুঝ ফুলের দল!
তোর হাসিতে স্নিগ্ধতা ছোঁয়- একলা একা মন কথা কয়,
তোর হাসিতে মনের মাঝে (কিসের নেশায় কোন আশাতে?) বাউলা বাতাস বয়?
তোর হাসিতে মনটা আমার, সব হারিয়ে দিশেহারা
তোর হাসিতে আমার হৃদয় খুশিতে হয় আত্মহারা!
তোর হাসিতে বিলিয়ে দিলাম, আমার এ জীবন
চল না হাসি আমরা দুজন, হাসুক মোদের মন।



০৫ সেপ্টেম্বর ২০১৮
০৪:৪০
শেওড়াপাড়া, ঢাকা

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

তোর চোখ

তোর চোখেরই মায়ায় আমার মন হলো উদাস,
আমার চোখে লাগলো ধাঁধাঁ মনে দীর্ঘশ্বাস!
তোর চোখেতে কি লুকিয়ে, বল না আমায় বল
ঘুম পালালো আমার চোখে মন হলো অচল।
তোর চোখেতে কেন এত আলোর বিচ্ছুরণ?
চোখটা আমার গেলই বুঝি চুরি হল মন!
মনে আমার রং লেগেছে, বসন্ত বাতাস,
তোর চোখেরই আলোয় মাঝে আমার বসবাস।
তোর চোখেতে দেখি আমার মনের সূর্যোদয়,
হঠাৎ করেই ভাঙবে যে ঘুম হচ্ছে মনে ভয়!
জানি না তুই মানুষ কেমন,
তোর নেশাতে হারালো মন,
ভালবাসা মেললো ডানা, করছে যে মন দস্যিপনা,
বাঁধন ছাড়া মনে আমার পড়ালি বাঁধন?
তবু তোর দু'চোখের তারার মাঝে বজ্রঝড়ের তড়িৎ নাচে,
উপন্যাসের মায়াবিনী, আমার আপনজন।

০৪ সেপ্টেম্বর ২০১৮
০১:৪৩
শেওড়াপাড়া, ঢাকা

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

স্বপনবুড়োর গল্প (হতাশা)

দেশের তরে ভালবাসা হৃদয় জুড়ে শত আশা,
স্বপন বুড়োর হৃদয় বলে,
"উচ্ছনে যাও সব হতাশা" ।
স্বপন বুড়োর হৃদয় ছেড়ে আশাগুলি যাচ্ছে উড়ে,
চুপকরে তাই ভাবছে বসে,
"বাঁচবো তবে কিসের তরে?"
চোরের ভারে দেশ নুয়েছে সততা-প্রেম হারিয়ে গেছে,
হতাশ বুড়ো দেখলো চেয়ে,
"নিকষ কালো রাত নেমেছে" ।
দুর্নীতি আজ দেশের নীতি- কালোর সাথে আলোর প্রীতি,
স্বপন বুড়োর হৃদয় কাঁদে,
"গাইছে শকুন মরণগীতি" ।
আঁধার রাতে চাঁদের আলো এবার বুঝি রাত ফুরালো,
দেশ ডুবে যায় নর্দমাতে,
"ভাবছে বুড়ো, মৃত্যু ভাল" ।


০২ সেপ্টেম্বর ২০১৮
রবিবার
২৩:০৬
শেওড়াপাড়া, ঢাকা

শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

তবে কেমন হতো?

তুমি দাঁড়িয়ে আছো শরৎ রাতে
প্রেয়সী বাতাসে উড়ছে শাড়ি
ভাবছি কেমন হতো যদি আমার হতে?
দু'জনার হতো এক ছোট্ট বাড়ি।
চাঁদের জন্যে কেন এত ভালবাসা?
তোমায় দেখি যে শুধু জ্যোৎস্না মায়ায়
মন খুশি হয় জাগে অচেনা আশা
কেমন হত যদি ভাল বাসতে আমায়?
চাঁদের সাথে তোমার হাসি পুষ্প বিলায়
সুমিষ্ট সেই তালে বয়ে যায় নদী
আমার ব্যাকুল মন শুধু ছন্দ মিলায়
হাতে কি রাখবে হাত, ভালবাসি তোমায় যদি?
ঘুমো দৃষ্টিতে ভেজা বৃষ্টিতে দেখি দাঁড়িয়ে তুমি
স্নিগ্ধ বাতাস তোমাকে দেয় ফুলের সুবাস
তাজা ফুল দেবো তোমায় আমি
ভালবাসা উড়ে যাক হয়ে বুনো হাঁস।


২৫-০৮-২০১৮
০৩:৩৫
[ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ভয়ে আছি, একটু জোড়ে নামলেই ভাঙা বেড়ার ফাঁক দিয়ে জল গড়িয়ে আমায় ভিজিয়ে দেবে, ঘুম আর হবে না! ]

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

ছোট্ট জীবন


কত কোলাহল মনে ক্ষোভানল, একমুখী পথ
ভোর হল রাত জ্যোৎস্না প্রভাত, ছুটছে জীবন রথ!
আগামীর ডাকে আশা জাগে বুকে, ঘুমে ঢুলে চোখ
বৃষ্টি এলো মন রাঙালো, একঘেয়ে লোক!
ক্ষণিকের স্মৃতি কত অনুভূতি, ঝিঝি ডাকা রাত
এক চিলতে সুখ সুখেরই অসুখ, বোকা ছেলে কাত!
মেঘে ঢাকা মন ব্যথিত ভুবন, অতীতের ছবি
পৃথিবীর বুকে লোকে মরে ধুঁকে, বলেছিল কবি!
কথার মালায় শুধু ছন্দ খেলায়, মেটায় ক্ষুধা
শুরুর মায়ায় শেষের ছায়ায়, শুধুই ব্যথা!
আশা নিয়ে মন কাটালো জীবন, ভবের খেলা
একমুখী পথে জীবনের রথে, ফুরালো বেলা!



১৭ আগস্ট ২০১৮
১১:৩৩
বাসে বসে লেখা
বনানী থেকে আশুলিয়ার জামগড়া পর্যন্ত

প্রিয় শহর..

এই বিষাক্ত ধোঁয়াশার শহরে বিপন্ন জীবন
ধুঁকে ধুঁকে বয়ে চলে গ্লানি
চারদিকে, অলিতে-গলিতে স্তব্ধতা
রিক্ত, আর্ত, ক্লিষ্ট জীবন, তবু চলছে সবই!
শিল্পী গান গায় কিংবা কবি লিখে কবিতা
দগ্ধ ফুসফুসের সশব্দ স্পন্দন
ছন্দ আনে জীবনের!
শান্তির দেশে যুদ্ধ আসেনি, তাই
নেই বারুদের বিষাক্ত তিক্ত ঘ্রাণ
তবু ধূলায় ধূসরিত আকাশ-বাতাস
পথ-প্রান্তর, অলি-গলি, প্রত্যেকটি বড় বড় ইমারত!
একটু বাতাস, বিশুদ্ধ অক্সিজেন
নীরবে কাঁদছে প্রাণ।
এই শহর, প্রাণের শহর, ভালবাসার শহর
আজ সভ্যতার ধ্বংসস্তুপ
জীবনের স্পন্দন থমকে থাকে
শুধু যান্ত্রিক ঘড়ঘড় শব্দ,
সময়ের মূল্য কবেই উঠে গেছে-
ধূসর আকাশে নিঃস্ব ধূলোর মেঘ।
তবু ভালবাসি তোমায় আমার প্রিয় শহর,
নিশ্চয়ই একদিন আবার জেগে উঠবে
প্রিয় বৃষ্টি ধুয়ে মুছে দেবে সব!
এ আকাঙ্খায় ঘুমিয়ে হৃদয়,
তোমার সাথে আবার সূর্য দেখার প্রতীক্ষায়।



১৭ আগস্ট ২০১৮
১৩:৫১
কালিয়াকৈর, ঢাকা
বাসে বসে লেখা। নির্মম যানজটে বসে ধূলার সাগরে হাবুডুবু খেতে খেতে………

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

ভাঙা গিটার - ২

নীল আকাশে লালচে মেঘ যায় ভেসে,
ঝিরিঝিরি বয় উদাসী বাতাস,
আনমনাতে বসে আছি,
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরোনো সেই ভাঙা গিটার    x2

পাখিরা গান গায়,
কোন সে সুরের মায়ায়?
নদী বয়ে যায় - তার আপন ধারায়,
মন মনেতে হারায়
তবু কেন? কেটে গেল তাল যেন,
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরানো সেই ভাঙা গিটার     x2

আঙুলের স্পন্দনে, তারেদের কম্পনে
টুংটাং বেজে যায়
ভ্রমরের গুঞ্জনে, বাতাসের ক্রন্দনে
উদাস দুপুর ভেসে যায়
আঁধারের বুক চিরে, ডাকে যেন কে মোরে
বেদনার বালুচরে, মন হারায়
তাই বুঝি, কিছু নাই খুঁজি -
শুধু ভেবে যাই...
লাগছেনা কিছু ভাল আর!
হাতে আমার পুরানো সেই ভাঙা গিটার     x2



১৯ জুলাই ২০১৮
১৭:৫৫
শেওড়াপাড়া, ঢাকা-১২১৬

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...