হতাশার অন্ধকারে ঢেকে আছে সূর্যটা
হাহাকার চারদিকে
হারিয়েছে মানবতা
বেকারত্বের মাঝে নেশার উন্মত্ততা,
অলিতে গলিতে চলে অবাধ যৌনতা...
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
সমাজের বুকে দুর্নীতি আজ ক্যান্সার রূপে
ধুঁকছে সমাজ আজ সুচিকিৎসার অভাবে
অপরাধে ছেঁয়ে গেছে রূপালী ঐ চাঁদ
প্রদীপের ক্ষীণ আলোয় ধুঁকছে মৃত্যু শয্যায়
রন্ধ্রে রন্ধ্রে আজ সন্ত্রাস
আঁধারের কোলাহলে ভাসে হায়নার উচ্ছ্বাস
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
দুঃস্বপ্নগুলি যেন বাস্তবতা
বজ্রমেঘে ছেয়েছে আকাশ, অশুভের ঘনঘটা
হতাশা শুধু হতাশা
চারদিকে ভয়, নেই আশ্রয়
ক্ষুধার আর্তনাদ...
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
২০-১০-২০১৩
১৭:০০
[ ২০১৩ সালের শেষের দিকে লেখা ৭২ তম গান/কবিতা এটা। অনেক স্মৃতিবিজড়িত লেখা। এটা পড়লেই অনেক কিছু চোখের সামনে ভেসে উঠে। এরপর অনেকদিন লেখালেখি বন্ধ ছিল, আবার শুরু হয় ৮ জানুয়ারী ২০১৪ থেকে। ]
হাহাকার চারদিকে
হারিয়েছে মানবতা
বেকারত্বের মাঝে নেশার উন্মত্ততা,
অলিতে গলিতে চলে অবাধ যৌনতা...
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
সমাজের বুকে দুর্নীতি আজ ক্যান্সার রূপে
ধুঁকছে সমাজ আজ সুচিকিৎসার অভাবে
অপরাধে ছেঁয়ে গেছে রূপালী ঐ চাঁদ
প্রদীপের ক্ষীণ আলোয় ধুঁকছে মৃত্যু শয্যায়
রন্ধ্রে রন্ধ্রে আজ সন্ত্রাস
আঁধারের কোলাহলে ভাসে হায়নার উচ্ছ্বাস
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
দুঃস্বপ্নগুলি যেন বাস্তবতা
বজ্রমেঘে ছেয়েছে আকাশ, অশুভের ঘনঘটা
হতাশা শুধু হতাশা
চারদিকে ভয়, নেই আশ্রয়
ক্ষুধার আর্তনাদ...
বিপর্যস্ত সমাজ আজ ধ্বংসের শেষ সীমানায়
সাধারণ মানুষ আমরা সমাজের মুক্তি চাই
সমাজ কে বদলে দাও
সমাজ কে বদলে দাও।
২০-১০-২০১৩
১৭:০০
[ ২০১৩ সালের শেষের দিকে লেখা ৭২ তম গান/কবিতা এটা। অনেক স্মৃতিবিজড়িত লেখা। এটা পড়লেই অনেক কিছু চোখের সামনে ভেসে উঠে। এরপর অনেকদিন লেখালেখি বন্ধ ছিল, আবার শুরু হয় ৮ জানুয়ারী ২০১৪ থেকে। ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন