কল্পনার অতল জগতে,
বাস করি আমি।
চারদিকে শুধু সুখের ছোঁয়া,
স্বপ্ন দেখে যাই আপন মনে,
জীবনের কোলাহল দূরে রেখে
ব্যর্থতা পাশ কাটিয়ে।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
বাস্তব দুঃখের দহনে
পুড়ে মনটা আমার
কখনো হঠাৎ মন পেতে চায় ভালবাসা
ক্লান্ত হয়ে যাই ঝিমিয়ে,
ডুবে যাই অবাস্তবতায়।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
স্বপ্নের জগতে মন চায় হারাতে
কর্কশতা আর ভালো লাগেনা,
মন তাই ফিরে চলে
সাথে নিয়ে শূন্যতা।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
১৯-১০-২০১৪
১৫:৫০-১৫:৫৮
বাস করি আমি।
চারদিকে শুধু সুখের ছোঁয়া,
স্বপ্ন দেখে যাই আপন মনে,
জীবনের কোলাহল দূরে রেখে
ব্যর্থতা পাশ কাটিয়ে।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
বাস্তব দুঃখের দহনে
পুড়ে মনটা আমার
কখনো হঠাৎ মন পেতে চায় ভালবাসা
ক্লান্ত হয়ে যাই ঝিমিয়ে,
ডুবে যাই অবাস্তবতায়।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
স্বপ্নের জগতে মন চায় হারাতে
কর্কশতা আর ভালো লাগেনা,
মন তাই ফিরে চলে
সাথে নিয়ে শূন্যতা।
এ এক জগৎ অবাস্তব
সুখগুলো সব অবাস্তব
স্বপ্নগুলি অবাস্তব!
বয়ে চলি নির্মম বাস্তবতা,
কাল্পনিক, সব কাল্পনিক।।
১৯-১০-২০১৪
১৫:৫০-১৫:৫৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন