তুমি সেই যার জন্য থমকে যায় সময়
কান্না থামিয়ে হেসে উঠে ক্ষুধার্ত শিশু
বাড়তে থাকে সুখের তীব্রতা
দাবানরের মত ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে
দেশ দেশান্তরে, সৃষ্টির উল্লাসে মেতে উঠে ব্রহ্মাণ্ড
তুমি সেই যেখানে থমকায় সব
যেখানে তুমি নেই, শুধু শূন্যতা
যেখানে তুমি নেই, বিষাক্ত ধোঁয়াশা
যেখানে তুমি নেই, শুধু আমি আর অপূর্ণতা।
তোমার জন্য রচিত হয় লাখো গল্প, ছন্দ, সাহিত্য
নির্ঘুম রাত কাটে কোটি মানুষের
নিস্ফল অপেক্ষায়, পথ চেয়ে থাকে ওরা
জীবন নৌকায়, ভেসে চলে অনন্তে
নির্মম বৈরীতায়, স্বপ্ন বুনে যায় একমনে
মহান থেকে নিকৃষ্ট, শুধু তোমার জন্য
যেখানে তুমি নেই, শুধু শূন্যতা
যেখানে তুমি নেই, বিষাক্ত ধোঁয়াশা
যেখানে তুমি নেই, শুধু আমি আর অপূর্ণতা।
তোমার জন্য নির্দিধায় কলঙ্কিত হয় পবীত্র দরবেশ
মনের বিরুদ্ধে ছড়িয়ে যায় অসীম যুদ্ধ
জ্বলে খাক হয় অমূল্য সময়
তোমার জন্য টগবগ করে জীবন, যৌবন, প্রেম
নক্ষত্র নিভে যায়, জেগে উঠে কৃষ্ণবিবর
থমকে থাকে মহাকাল, কালের খেয়ায়
যেখানে তুমি নেই, শুধু শূন্যতা
যেখানে তুমি নেই, বিষাক্ত ধোঁয়াশা
যেখানে তুমি নেই, শুধু আমি আর অপূর্ণতা।
১৩ এপ্রিল ২০২৪ ‐> ১১:২৭
২০ এপ্রিল ২০২৪ -> ০১:২৭
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
লেখাগুলো মনের খোরাক, আর কিছু না। এই অতিশয় ক্ষুদ্র কল্পনা যদি কাউকে সামান্যতম মুগ্ধ করতে পারে সেটিই আমার পরম পাওয়া, সুখের কারণ।
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
একা বাঁচতে শেখো
অজানা অচেনা জীবনে
মিছে কেনো আশায় থাকো?
সব্বাই বুঝে নেবে প্রয়োজন
একা বাঁচতে শেখো।
ক্ষণিকের পথচলা এ জীবন
চিরদিন রয় না ত কেউ আপন
মনের চোখটা মেলে চেয়ে দেখো।
কেউ স্বপ্ন বুনে যাবে হাহ
কেউ বুনতে শেখাবে
কেউ অনেক আশা দেবে
কেউ দুঃস্বপ্নে ডোবাবে
পথের মাঝে হাতটা ধরে
কেউ বাতাসে মিলাবে হাহাহাঃ
বুঝবে তুমি তখন
হয়না কেউ যে আপন
একা বাঁচতে শেখো
বলি একা হাসতে শেখো।
বইছে ঝিমরি বাতাস
হয়োনা মিথ্যে উদাস
এ জীবন সুন্দর।
অনুভব করো ঐ আকাশের নীল
রাত্রির তারারাজি দেখো ঝিলমিল
নদী বয় সুমধুর কুল কুল কুল
বন জুড়ে গায় পাখি গায় বনফুল
সময়ধারাও দেখো একা বয়ে যায়
একা জ্বলে সূর্যটা আলোক ছড়ায়
সূর্যের পোড়া বুক কেউ কি দেখে?
তাই বলে সূর্য কি থমকে থাকে?
অজানা অচেনা জীবনে
মিছে কেনো আশায় থাকো?
সব্বাই বুঝে নেবে প্রয়োজন
একা বাঁচতে শেখো।
বিষাদ যখন এসে দাঁড়াবে মনটা ঘেঁসে
তুমিও দাঁড়াও তার সামনে এসে
পেয়ো না ক ভয়
তবেই হবে জয়
যেনো বিষাদও সুখের মত,
কভু চিরস্থায়ী নয়।
হাসি মুখে এই রঙে জীবন সাজাও
জেনে রাখো এত রং নেই যে কোথাও
একা বাঁচতে শেখো
বলি একা হাসতে শেখো।
২৩ মার্চ ২০২৪
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
মিছে কেনো আশায় থাকো?
সব্বাই বুঝে নেবে প্রয়োজন
একা বাঁচতে শেখো।
ক্ষণিকের পথচলা এ জীবন
চিরদিন রয় না ত কেউ আপন
মনের চোখটা মেলে চেয়ে দেখো।
কেউ স্বপ্ন বুনে যাবে হাহ
কেউ বুনতে শেখাবে
কেউ অনেক আশা দেবে
কেউ দুঃস্বপ্নে ডোবাবে
পথের মাঝে হাতটা ধরে
কেউ বাতাসে মিলাবে হাহাহাঃ
বুঝবে তুমি তখন
হয়না কেউ যে আপন
একা বাঁচতে শেখো
বলি একা হাসতে শেখো।
বইছে ঝিমরি বাতাস
হয়োনা মিথ্যে উদাস
এ জীবন সুন্দর।
অনুভব করো ঐ আকাশের নীল
রাত্রির তারারাজি দেখো ঝিলমিল
নদী বয় সুমধুর কুল কুল কুল
বন জুড়ে গায় পাখি গায় বনফুল
সময়ধারাও দেখো একা বয়ে যায়
একা জ্বলে সূর্যটা আলোক ছড়ায়
সূর্যের পোড়া বুক কেউ কি দেখে?
তাই বলে সূর্য কি থমকে থাকে?
অজানা অচেনা জীবনে
মিছে কেনো আশায় থাকো?
সব্বাই বুঝে নেবে প্রয়োজন
একা বাঁচতে শেখো।
বিষাদ যখন এসে দাঁড়াবে মনটা ঘেঁসে
তুমিও দাঁড়াও তার সামনে এসে
পেয়ো না ক ভয়
তবেই হবে জয়
যেনো বিষাদও সুখের মত,
কভু চিরস্থায়ী নয়।
হাসি মুখে এই রঙে জীবন সাজাও
জেনে রাখো এত রং নেই যে কোথাও
একা বাঁচতে শেখো
বলি একা হাসতে শেখো।
২৩ মার্চ ২০২৪
কামার্থী, কালিহাতী, টাঙ্গাইল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear
তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...