বুধবার, ২৫ মে, ২০২২

সিকান্দার

জীবন সীমানায় তাকিয়ে দেখি
দাঁড়িয়ে রয়েছো তুমিও একি?!
সিকান্দার! বল না মিঁয়াও..
ও সিকান্দার! বল না মিঁয়াও...

আর আসবেনা ফিরে, জীবনেরই ভীড়ে
তবু রবে চিরকাল,
এই হৃদয়ের নীড়ে।
সিকান্দার! বল না মিঁয়াও..

এক মুঠো মায়া নিয়ে এসেছিলে হায়
সে মায়া রেখে তুমি হারালে কোথায়?
সিকান্দার, শুধু চাই যে তোমায়।
সিকান্দার! বল না মিঁয়াও...
শূন্যতা গ্রাস করে, নেই কোলাহল
সব আছে, তুমি নেই, নেই সে মিঁয়াও
সিকান্দার! ভালবাসা নিও।


০১ এপ্রিল ২০২২
২২:৪৯
ডেন্ডাবর, সাভার, ঢাকা

কোন অপার মায়ায়

কোন অপার মায়ায় ভেসে যাই?
দুঃখ-পোড়া মনে হেসে যাই
জীবনের এত কোলাহল
তবুও হারিয়ে যাই
কীসের আশায়?

কোন আলো আলেয়ার
কোন মায়া ছলনার
কোন আশা দুরাশার
জানি না তা...
এ কোন মায়া?

দিনের শেষে যখন রাত্রি ঘনায়
প্রবাহিত নদী মতো মন ভেসে যায়
কোন মায়ায়?
কীসের আশায়?
মন ভেসে যায়, অজানায়



২৪ মে ২০২২
১৯:২৪
ডেন্ডাবর, সাভার, ঢাকা

শুক্রবার, ১৩ মে, ২০২২

চৈত্রের বাতাসে

দেশটা যাচ্ছে জলে
দুর্নীতির অতলে
মানুষ অনাহারে
কেউ তাকায় না মুখ তুলে
স্বার্থের হানাহানি, জীবনের হাতছানি
আমরা অসহায়

মরছে গরীব লোক (হাঃ হাঃ হাহঃ ... )
যা হবার তাই হোক
কী যায় আসে বলো
আমিতো আছি ভালো

আর কতদিন সইবে ওরা
যন্ত্রণা সব মুখ বুজে
দাবানল হয়ে ছড়াবে হঠাৎ
চৈত্রের বাতাসে


২৬ এপ্রিল ২০২২
০০:৫৮
ডেন্ডাবর, সাভার, ঢাকা

তোমাকেই বলছি প্রিয় || To You, My Dear

তোমাকেই বলছি প্রিয়, শোন, এই ছোট্ট কথা। তোমাকেই বলছি প্রিয়, জানি, বুঝো মনের ব্যথা। তোমাকেই বলছি প্রিয়... আকাশের নীলচে আভায় কত কথা থাকছে জ...